Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিলকুশা স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘে অভিযান


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০১

ঢাকা: রাজধানীর দিলকুশা স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই অভিযান শুরু হয়।

পুলিশের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, ‘ক্যাসিনোবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। এই ক্লাবগুলোতেও জুয়ার আসর বসত। এছাড়া অন্য ক্লাব থেকে জুয়ার উপকরণ এইসব ক্লাবে এনে রাখা হয়েছে- আমাদের কাছে এমন খবর আছে। তাই অভিযান চালানো হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘দিলকুশা ও আরামবাগে অভিযান চালিয়ে জুয়ার তাস, বোর্ড ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

একইদিন মোহামেডান ক্লাব ও ভিক্টোরিয়া ক্লাবেও অভিযান চালানোর কথা রয়েছে। পুলিশ জানিয়েছে, দিলকুশা স্পোটিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘে অভিযান শেষে মোহামেডা ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালানো হবে।

আরও পড়ুন
বিএনপিই ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল: কাদের
খালেদের ক্যাসিনোতে প্রতি রাতে লেনদেন হতো কোটি টাকা!
ক্যাসিনো থেকে প্রতি রাতে ৪০ লাখ ‘আয়’ সম্রাটের
ঢাকায় কোনো ক্যাসিনো থাকবে না: ডিএমপি কমিশনার
ক্যাসিনোতে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ, নেতা, সাংবাদিক, সন্ত্রাসী— সবার পকেটে ক্যাসিনোর টাকার ভাগ

অভিযান আরামবাগ স্পোটিং ক্লাব ক্যাসিনো দিলকুশা ক্লাব মতিঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর