Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু


২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:০২

বাগেরহাট: বাগেরহাট জেলা কারাগারে আলাল শেখ (৫০) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে কারাগারে থাকা আলাল শেখের হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। এসময় আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে আলালের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আলাল শেখ গত ১৬ জুন থেকে বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরান মোহম্মদ বলেন, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃত আলাল জেলার রামপাল উপজেলার সোনাকুড়া উত্তরপাড়া গ্রামের আফাজ উদ্দীন শেখের ছেলে।

কারাগারে মৃত্যু বাগেরহাট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর