Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির বাংলা অ্যালামনাই পুনর্মিলনী ২৩ নভেম্বর


২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৮

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগ অ্যালামনাই সদস্যদের পুনর্মিলনী ২৩ নভেম্বর। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিভাগের সেমিনার কক্ষে অ্যালামনাইয়ের সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পুনর্মিলনী অনুষ্ঠানের দিন চূড়ান্ত করা হয়।

বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার পর পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন। পুনর্মিলনীতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১২০০ টাকা এবং জীবন সদস্য ফি ধরা হয়েছে ২০০০ টাকা। জীবন সদস্য না হলে রেজিস্ট্রেশন করা যাবে না। আগে জীবন সদস্য হয়ে থাকলে শুধু রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে।

বিজ্ঞাপন

আগামী ৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। বিভাগের সেমিনার কক্ষে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশনের টাকা জমা নেওয়া হবে।

বাংলা বিভাগ অ্যালামনাই পুনর্মিলনী সম্পর্কে আরও বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ( প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির অ্যালামনাই বাংলা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর