চীন আক্রান্ত, আমরা নিরাপদ: ট্রাম্প
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৮
ওয়াশিংটন ও বেইজিং বাণিজ্য যুদ্ধে কিছুটা নমনীয় ভাব দেখিয়েছে। চীনের পক্ষ থেকে মার্কিন কৃষিজাত পণ্য আমদানির ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ২৫০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ পিছিয়েছে। এতে দুই দেশ বাণিজ্য যুদ্ধে ঢিল দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় দুই দেশ বাণিজ্য চুক্তি করতে পারে।
তবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মার্কিন নির্বাচনের আগে কোনও বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। শুক্রবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কট মরিসনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এমনটা জানান।
ট্রাম্প বলেন, ‘না, আমি মনে করি না নির্বাচনের আগে কোনও চুক্তি করার দরকার আছে।’ তিনি বলেন, আমি মনে করি আমরা যে বড় কাজ করছি এটা জনগণ জানে। আমাদের কৌশলের কারণে চীন খুব খারাপভাবে আক্রান্ত হয়েছে, অথচ আমরা নিরাপদ।’
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে চীনের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে তাদের সফর সংক্ষিপ্ত করেছে। মন্টেনা ও নেব্রাস্কায় দুটি কৃষি খামার পরিদর্শন করার কর্মসূচী বাতিল করেছে তারা।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘শি জিনপিং এর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা এখন কিছুটা ঝগড়ায় আছি।’
ট্রাম্প আরও জানান, বেইজিং এর সঙ্গে কোনও আংশিক চুক্তি বা অন্তর্বর্তীকালীন চুক্তিতে আগ্রহী নন তিনি। তিনি বলেন, আমরা একটি সম্পূর্ণ চুক্তি করতে চাইবো। কোনও অন্তর্বর্তীকালীন বা আংশিক চুক্তি নয়।
ক্ষমতায় আসার আগেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়ার নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই তার প্রতিশ্রুতি অনুযায়ী চীনের পণ্য আমদানির ওপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় চীনও মার্কিন পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করে।