শামীমকে গুলশান থানায় হস্তান্তর, মামলা দায়েরের প্রস্তুতি
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৯
ঢাকা: যুবলীগ নেতা জি কে শামীমকে গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব-১। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে তাকে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
গুলশান থানার ওসি সারাবাংলাকে বলেন, ‘জিকে শামীমকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলা হতে পারে। অবৈধ অস্ত্র, মাদক, বিপুল পরিমাণ টাকা পাওয়ায় মানি লন্ডারিং মামলা হতে পারে।’
আইনের ধারা পর্যালোচনা ও এজাহার প্রস্তুত করতে একটু সময় লাগতে পারে। মামলা হয়ে গেলে তাকে আদালতে তোলা হবে।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গুলশান নিকেতনের অফিস থেকে জি কে শামীমকে আটক করে র্যাব-১। এ সময় সেখান থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। পাশাপাশি শামীমের সাতজন দেহরক্ষীকে আটক করা হয়। এছাড়া তাদের অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়।
আরও পড়ুন: শামীমের অফিসেই ১৬৫ কোটি টাকার এফডিআর!
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেফতার: র্যাব
জি কে শামীম যুবলীগের কেউ নয়: ওমর ফারুক
‘নারায়ণগঞ্জ আ.লীগ কমিটিতেও নেই জি কে শামীম’