প্যারিসে ৪৫তম সপ্তাহে গড়ালো ইয়েলো ভেস্ট আন্দোলন
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৭
ফ্রান্সে সরকার বিরোধী ইয়েলো ভেস্ট আন্দোলন ৪৫ তম সপ্তাহে গড়িয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা আবার রাস্তায় নেমেছেন। খবর স্পুটনিক নিউজের।
এর আগের সপ্তাহে নান্টেস এলাকায় ১৮০০ ইয়েলো ভেস্ট আন্দোলনকারী সরকার বিরোধী পদযাত্রায় অংশ নিয়েছিলেন। সে সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। ৩৫ আন্দোলনকারীকে গ্রেফতার করেছিল পুলিশ।
উল্লেখ করা যায় যে, গত বছরের নভেম্বরে পরিকল্পিতভাবে জ্বালানি কর বাড়ানোর প্রতিবাদে এই ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়েছিল। পরে আন্দোলনের মুখে ফ্রান্সের সরকার জ্বালানি কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু তারপর থেকে ফ্রান্সজুড়ে প্রতি সপ্তাহান্তেই ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা রাস্তায় নামছেন। তারা সরকারের বিভিন্ন গণস্বার্থবিরোধী নীতির কঠোর সমালোচনা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।