Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ রক্ষায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জন্য ক্ষমতা নয়


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২

ঢাকা: প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের নদ-নদী ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। শুধু মানুষ নয়, জীব-জগতের সবকিছুকে তারা নিজের স্বার্থ রক্ষায় হত্যা করেছে। পরিবেশ রক্ষার জন্যে এদেরকে আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘একাত্তরের পর থেকে দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যতবার ক্ষমতায় এসেছে ততবার এই দেশ হুমকির মুখে পড়েছে। এরাই দেশের নদীগুলোকে দখল করেছে। আর যাতে কেউ নদী দখল করতে না পারে সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে পদযাত্রার আগে সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ বাংলাদেশের আয়োজনের এই অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‌‌‘১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে আমরা নদীগুলোকে দখলমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম। এরপর বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে এসব উদ্যোগ বন্ধ করে দেয়। এবার আমরা নতুন করে আবার দখলমুক্ত কার্যক্রম চালু করে নদীগুলোকে জীবন দেওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘নদী দখলদারদের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশপাশি নদীর তীরবর্তী সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’

এ সময় নদী রক্ষায় পাঁচটি দাবি তুলে ধরা হয়। এসব দাবীর মধ্যে নদীর আইনী অধিকার পূর্ণ বাস্তবায়ন, জীবন্ত নদী দখল ও দূষণকারীকে আইনের আওতায় আনা, নদীকে দুষণমুক্ত রাখা, নদীর পানি প্রবাহ নিশ্চিত করার দাবীগুলো পূরণ করার আশ্বাস দেন খালিদ মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

দেশ ও দেশের নদী রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে আহ্বান জানান নৌ-প্রতিমন্ত্রী।

সমাবেশ শেষে শাহবাগের জাদুঘর থেকে চারকলা অনুষদ পর্যন্ত একটি প্রতীকি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

টপ নিউজ বিশ্ব নদী দিবস