শ্যামপুরে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৯
ঢাকা: রাজধানীর শ্যামপুর হাই স্কুল রোডের একটি বাসায় পায়েল (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামী রাশেদের বিরুদ্ধে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পায়েলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন তার স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ মামুন জানান, পায়েলের মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। রাশেদকে জিজ্ঞাসাবাদেরর জন্য আটক করা হয়েছে।
নিহত পায়েলের মা মরিয়ম আক্তার জানান, তারা নতুন শ্যামপুর হাই স্কুল রোড এলাকায় বসবাস করেন। বছর খানেক আগে একই এলাকার ভাড়াটিয়া রাশেদের সঙ্গে তা মেয়ে পায়েলের বিয়ে হয়। এরপর থেকে রাশেদ-পিয়াল ওই এলাকাতেই থাকতেন।
মরিয়ম বলেন, পায়েলের স্বামী রাশেদ একটি সিলভার কারখানায় কাজ করে। বিভিন্ন সময় রাশেদ পায়েলকে মারধর করতো। গতকাল রাতেও তার মেয়েকে মারধর করেছে। পরে পায়েল মায়ের বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে রাশেদ এসে আবার তাকে নিয়ে যায়। বাসায় নিয়ে তাকে আবারও মারধর করে। সকালে ওদের বাসায় গিয়ে পায়েলকে মৃত দেখতে পাই।