সিসি সরকারের দুর্নীতির বিরুদ্ধে মিসরে প্রতিবাদ
২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৯
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাহরির স্কয়ারে জড়ো হয়েছে দেশটির হাজারো নাগরিক। ২০১৪ সালে সিসি ক্ষমতালাভের পর এটাই তার বিরুদ্ধে হওয়া প্রথম বড় ধরনের আন্দোলন। অভিযোগ রয়েছে, পুলিশ আন্দোলনকারীদের থামাতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়।
তাহরির স্কয়ার ছাড়াও, আলেকজান্দ্রিয়া ও সুয়েজে হয়েছে বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, জনগণের টাকা খরচ করে মিসরের নেতারা ভোগ বিলাসিতায় মেতে উঠেছেন। বিলাসবহুল অট্টালিকা ও হোটেলের পিছনে খরচ করছেন অর্থ। অনলাইনে এ ধরনের ভিডিও বহুল প্রচার পাচ্ছে। টুইটারে সিসি আউট হ্যাশট্যাগ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
তবে প্রেসিডেন্ট সিসি তার ও সরকারের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৩ সালে সিসির নেতৃত্বে হওয়া সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয় মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। সিসি মিসরে মানবাধিকার লঙ্ঘন করছেন বলে অভিযোগ করছে মানবাধিকার সংগঠনগুলো।