গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৭
গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের গোপালগঞ্জ জেনারেল। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় মৃতরা হলেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মকর্তা এএসআই আব্দুল রশিদ, বাসের হেলপার রাসেল ও বিজন হাওলাদার। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২১ জানুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মালবোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এ সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।