সৌদি আরবে সৈন্য পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৯
মধ্যপ্রাচ্যের মিত্রদেশ সৌদি আরবকে নিরাপত্তা দিতে দেশটিতে আরও সৈন্য মোতায়েনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও যুক্তরাষ্ট্র শুরু থেকে অভিযোগ করে আসছে, এসব হামলা চালিয়েছে ইরান।
শনিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের বলেন, সৈন্যের এই মোতায়েন হবে আত্মরক্ষামূলক।
তবে সংখ্যায় কত সৈন্য পাঠানো হবে সৌদি আরবে তা উল্লেখ করেননি তিনি। কিংবা এখনই ইরানের ওপর সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেন এই মার্কিন মন্ত্রী।
মার্ক এসপার আরও বলেন, সৌদি আরব ও আরব আমিরাত সাহায্য চেয়েছে। আমরা আকাশ ও মিসাইল প্রতিরক্ষায় নজর দিব। সামরিক সরঞ্জাম সরবরাহ করব।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। তিনি ইরানের ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করতে চান। ভাবা হচ্ছে তিনি সামরিক পদক্ষেপ এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প বলেন, আমরা খুব জোরাল পদক্ষেপ নেব। খুব কমই ছাড় দেওয়া হবে।
এক্ষেত্রে ইরানের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির ধনীদের টার্গেট করা হতে পারে।