Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১


২১ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর একটি ডোবা থেকে খোকন নামে এক বালু ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার সামসুল আলমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ১৭ সেপ্টেম্বর বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন পরিবারের পক্ষে থেকে বন্দর থানায় একটি অভিযোগ করা হয়।  এঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হলে তার দেয়া তথ্যমতে বিকেলে একটি ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। হত্যার এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আটক ১ নারায়ণগঞ্জ বালু ব্যবসায়ী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর