Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল বিপ্লবের সৈনিক হিসেবে শিশুদের গড়তে হবে: জব্বার


২১ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৬

ঢাকা: শিশু কিশোরদের ডিজিটাল বিপ্লবের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‘আগামী দিনগুলো ডিজিটাল শিল্প বিপ্লবের দিন। শিশু কিশোরদের আগামী দিনের ডিজিটাল বিপ্লবের উপযোগী সৈনিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবসহ শিশু কিশোর সংগঠনসমূহকে আরও সচেষ্ট হতে হবে। ’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) শিশু একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘এই দেশটাকে ভালোবেসে এসো, শান্তি সুখের দ্বার খুলি, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি’ স্লোগানে এবার সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।  খেলাঘরের প্রতিষ্ঠাতা শহীদ শহীদুল্লাহ কায়সার স্মরণে ‘শহীদুল্লাহ কায়সার পদক’ ড. আনিসুজ্জামানের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধকারী মনিকাকে ‘বিজয়িনী যোদ্ধা তুমি’ উপাধীতে ভূষিত করে তাকে খেলাঘরের আজীবন সদস্য পদ প্রদান করা হয়। একই সঙ্গে তাকে দেয়া উত্তরীয়, মানপত্র ও আর্থিক সম্মাননা। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবারও (২১ সেপ্টেম্বর) থাকছে নানা আয়োজন।

খেলাঘর জাতীয় সম্মেলন ২০ ও ২১ সেপ্টেম্বর

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘দেশের শিশু কিশোরদের ডিজিটাল শিল্প বিপ্লবের উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রচলিত শিক্ষাকে ডিজিটাল রূপান্তর শুরু করেছে। ২০১৮ সাল থেকে আমরা শিশু-কিশোরদের জন্য কম্পিউটার পোগ্রামিং শুরু করেছি। আমাদের সন্তানরা এখন এক মাস প্রশিক্ষণ নিয়ে রোবট বানাতে পারে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেশে অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা দেয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের মূলনীতির ভিত্তিতে শিশুদের গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল কাজ। শিশুদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে খেলাঘর যা করতে পারে বা করছে, অন্যান্য রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষে তা করা অসম্ভব। স্বাধীনতার পূর্ব থেকেই খেলাঘরের ভূমিকার জন্য দেশ আজ গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, পেছনের দিকে নিয়ে যেতে চায়, তাদের প্রতিহত করতে খেলাঘরের অসাম্প্রদায়িক আন্দোলন আরো বেগবান করতে হবে।’

সম্মেলনের উদ্বোধন শেষে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, স্বাধীনতার পরে খেলাঘরের মতো শিশু সংগঠনে শিশুদের অংশগ্রহন কমে যাচ্ছে। সবাই লেখাপড়া ও বেশি নম্বর অর্জনের দিক জোর দিচ্ছে। দেশপ্রেম গড়ে তোলা এবং শিশু কিশোরদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষে কিছু নম্বর কম পেলেও অভিভাবকদের প্রতি শিশুদের শিশু সংগঠনে যোগ দেওয়ার আহ্বান জানান।

শিশু অতিথি বরগুনার আমতলীর ১১ বছরের কিশোরী বাল্য বিবাহ প্রতিরোধকারী মনিকা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলে, বাংলাদেশের কোন শিশু-কিশোরী যেন বাল্যবিবাহের শিকার না হয়। সকলের লেখাপড়ার নিশ্চয়তাও চায় মনিকা।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের সময় খেলাঘরের সদস্যরা জাতীয় সংগীত, সংগঠনের সংগীত এবং নাচ পরিবেশন করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তারা।

দেশের অর্ধশতাধিক জেলা, মহানগরী ও অঞ্চলের শাখা আসরগুলোর ৬ শতাধিক প্রতিনিধি এবং সহস্রাধিক খেলাঘরের সদস্যরা এবারের সমেম্মলনে অংশ নিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের বন্ধুপ্রতিম সংগঠন সব পেয়েছি’র আসর ও কিশোর বাগিনীর পাঁচজন প্রতিনিধিও যোগ দিয়েছেন। দুপুরে সারা দেশের প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক অধিবেশন ও রাতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যে দিয়ে শেষ হয় সম্মেলনের প্রথম দিনের আয়োজন।

বিজ্ঞাপন

খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান, শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক প্রনয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সাহাবুল ইসলাম বাবু।

শনিবার (২১ সেপ্টেম্বর) খেলাঘর জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনেও থাকছে নানা আয়োজন। দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি থাকবেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যপক ড. মুহাম্মদ সামাদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। সকাল থেকে সাংগঠনিক ও নির্বাচনী অধিবেশন এবং রাতে শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

অধ্যাপক আনিসুজ্জামান কেন্দ্রীয় খেলাঘর আসর খেলাঘর খেলাঘরের জাতীয় সম্মেলন মোস্তাফা জব্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর