Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ থাকলে আমাকেও ধরুন: যুবলীগ চেয়ারম্যান


২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৪

ঢাকা: যুবলীগকে অবৈধ ক্যাসিনো ব্যবসার অভিযোগ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, যারা এই কাজ করে তাদের ধরুন। যত বড় নেতাই হোক- আমি করলে আমাকেও ধরুন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় যুবলীগের এক কর্মী সভায় ‌তি‌নি এ কথা বলেন। একই সঙ্গে নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘পত্রপত্রিকা এখন ক্যাসিনোয় ভরা। এই তথ্যগুলো আমরা আগে পেলে ব্যবস্থা নিতে পারতাম। এখন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী অ্যাকটিভ। তার যাকেই ধরবে, আমরা তাকেই বহিষ্কার করব।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, ‘পত্রপত্রিকা দেখছেন না? সমস্ত পত্রিকা এখন ক্যাসিনোতে ভরা। এই ক্যাসিনোর মালিকানায় নাকি আমরা…‘খামোশ’…এটি মিথ্যা নয়। এই পত্রিকার ইনফরমেশন যদি আমরা আগে পেতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম।’

‘স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নেই’- মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, ‘ওয়ার্কার হও, ওভার ওয়ার্কার হইও না; বেশি শিক্ষিত দরকার নাই, পিএইচডি তাত্ত্বিকের দরকার নাই। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একজন কাঠুরিয়া, ভারতের প্রেসিডেন্ট একজন চা বিক্রেতা। এত ফটর ফটর কোরো না। রাজনীতি সবার জন্য; শিক্ষিত হয়ে শ্রেষ্ঠত্বের বড়াই যারা করে, সেই সবচেয়ে বড় শয়তান।’

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘যুবলীগ করতে হলে ম্যানেজার হতে হবে। ম্যানেজার মানে কী? হাউ টু ম্যানেজ, হাউ টু অ্যাডজাস্ট। আপনি যদি ম্যানেজ করতে না পারেন সংসারেও সুখী হতে পারবে না, জীবনেও না।’

পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কোনটি? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘পৃথিবীর সব থেকে বড় মিথ্য হচ্ছে ‘আই লাভ ইউ’। কী তাই না? ক্লাস সিক্সে একবার বলছেন, টেনে আবার বলছেন, কলেজে বলছেন, ভার্সিটিতে বলছেন, কতোজনকে বলছেন! এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে? আপনি ম্যানেজ করতে না পারলে প্রেম করবেন কিভাবে?’

বিজ্ঞাপন

এ সময় যুবলীগ নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘নেতা হইছো তাই না? পতন হইলে বউ ছাড়া কেউ থাকে না। এটা মাথায় রেখো। বউ খারাপ হলেও তার থেকে শ্রেষ্ঠ কেউ নাই।’

ওমর ফারুক চৌধুরী ক্যাসিনো ব্যাবসা টপ নিউজ যুবলীগ চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর