র্যাব এবার ধানমন্ডি ক্লাবে
২০ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪০
ঢাকা: রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্রে অভিযানের পর এবার ধানমন্ডি ক্লাবে র্যাবের অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম।
র্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চলছে ।
এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাবাগান ক্রীড়া চক্রে এক অভিযানে অবৈধ অস্ত্র ও নতুন রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-২। এ সময় ক্লাবের সভাপতি ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীতে অবৈধ ক্যাসিনোতে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চলছে।
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাব। এদিন তার মালিকানাধীন ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবেও অভিযান চালানো হয়। এছাড়া ওইদিন রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও বনানীর একটি ক্যাসিনোতেও অভিযান চালায় র্যাব।
আরও পড়ুন- কলাবাগান ক্রীড়া চক্রে অস্ত্র-ইয়াবা, ক্লাব সভাপতিসহ গ্রেফতার ৫