কলাবাগান ক্রীড়া চক্রে অস্ত্র-ইয়াবা, ক্লাব সভাপতিসহ গ্রেফতার ৫
২০ সেপ্টেম্বর ২০১৯ ২১:২১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৬
ঢাকা: রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র থেকে অবৈধ অস্ত্র ও নতুন রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-২। এ সময় ক্লাবের সভাপতি ও কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কলাবাগান ক্রীড়া চক্রে অভিযান শেষে র্যাব-২-এর অধিনায়ক আশিক বিল্লাহ সাংবাদিকদের এ সব তথ্য জানান। গ্রেফতার অপর চারজন হলেন- হাফিজুল ইসলাম, হারুন, আনোয়ার ও লিটন মিয়া।
তিনি বলেন, ‘কলাবাগান ক্রীড়া চক্রে দুপুরের পর থেকে র্যাব-২ এর সদস্যরা অবস্থান নেয়। আমাদের কাছে তথ্য ছিল ক্রীড়া চক্রের আড়ালে এখানে অনুমোদনহীন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল একটি চক্র। এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।’
আরও পড়ুন: কলাবাগান ক্রীড়া চক্রে র্যাবের অভিযান চলছে
র্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, ৫৭২ প্যাকেট আমেরিকান গোল্ডেন কার্ড, বিদেশি একটি পিস্তল, তাজা গুলি ও হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ রকম ইয়াবা আগে কখনও দেখা যায়নি।’
তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, এখান থেকে ক্যাসিনোর মূল সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে। তবে ক্যাসিনো খেলার কয়েনসহ অনেক সামগ্রী উদ্ধার করা হয়েছে।’
আশিক বিল্লাহ বলেন, ‘কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন ক্লাবের স্টাফ। তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করা হবে।’