Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজার মধ্যে পরীক্ষা ও উপ-নির্বাচনের তারিখ নির্ধারণে ক্ষোভ


২০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৩

ঢাকা: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শারদীয় দুর্গাপূজার সময় পরীক্ষার সময় নির্ধারণ এবং সপ্তমীর দিন রংপুরে উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ‘সামনের শারদীয় দুর্গাপূজা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো আনন্দ নেই বরং দেখা যাচ্ছে হতাশা বাড়ছে। কারণ দেশের বিভিন্ন জায়গায় মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। আগের রাতে আঁধারে মন্দির ভাঙা হতো, এখন রাতে নয় দিনে মন্দির ভাঙা হচ্ছে। ধরা পড়লে প্রশাসনের বলছে পাগল ও মানসিক ভারসাম্যহীন। অর্থাৎ জঙ্গিবাদ এখন পাগল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। একই লোক মন্দির ভাঙলে পাগল আর অন্য কিছু করলে জঙ্গি এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে হবে। এতে প্রতীয়মান হয় যে সরকার সংখ্যালঘু নির্যাতন বন্ধে আন্তরিক নয়। আর বর্তমানে বিদ্যমান আইন এ সমস্ত মন্দির ভাঙা সাম্প্রদায়িক শক্তিকে রোধ করা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ‘নোয়াখালী কোম্পানীগঞ্জ, ময়মনসিংহ, ফুলতলী হবিগঞ্জসহ কয়েকটি জেলায় পূজার আগে মন্দির প্রতিমা ভেঙে ফেলার ভয় দেখানো হচ্ছে। তাতে সমস্ত অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা করতে ভয় পাচ্ছেন। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে পূজা করতে না পারে এজন্য বিভিন্ন পরীক্ষা দিয়ে রেখেছে। সপ্তমী পূজার দিনে রাখা হয়েছে রংপুর তিন আসনের উপ নির্বাচন‌। এতে বোঝা যায় যে প্রশাসনে ঘাপটি মেরে এখনো মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি লুকিয়ে আছে। আমরা অনুরোধ করছি এদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে।’

বিজ্ঞাপন

মানববন্ধনে হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, সহ সভাপতি প্রভাস চন্দ্র মন্ডল, ডিসি রায় বাদল দত্তসহ অন্যরা।

রংপুর উপনির্বাচন শারদীয় দুর্গাপূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর