Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা ঠেকাতে তিস্তায় মেগা প্রকল্প নেওয়া হয়েছে: জাহিদ ফারুক


২০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৯

কুড়িগ্রাম: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কুড়িগ্রামকে বন্যার হাত থেকে বাঁচাতে আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি। ইতোমধ্যে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে, নতুন আরেকটি প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আলোচনা চলছে— যৌথভাবে তিস্তা নদী শাসন করার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে যেন বাংলাদেশ-ভারত তিস্তার পানি সঠিকভাবে ব্যবহার করতে পারে সেজন্য দু’দেশের টেকনিক্যাল কমিটি কাজ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি সদর উপজেলায় বাংটুর ঘাট, রাজারহাট উপজেলার কালোয়ারচর, উলিপুর উপজেলার নাগড়াকুড়ি টি-বাঁধ ও চিলমারী উপজেলার রমনাঘাট এলাকা ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশিদ, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীসহ অনেকে।

জাহিদ ফারুক আরও বলেন, তিস্তার ভাঙন রোধে নেওয়া মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। টেকনিক্যাল কমিটি নদীর গতিবিধি পর্যবেক্ষণ করছে, সমীক্ষা চলছে। সমীক্ষা শেষ হলে আমরা কাজ শুরু করব। এতো বড় প্রকল্প আমরা যেনতেনভাবে শুরু করতে পারব না। আশা করছি আগামী দুই-তিন বছরের মধ্যে নদী ভাঙন কমে আসবে।

কুড়িগ্রাম তিস্তা নদী ভাঙন নদী-শাসন ভারত

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর