অর্ডার দিলেন ‘নকিয়া’, হাতে পেলেন ‘বাইটু’ ব্র্যান্ডের মোবাইল
২০ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫১
রাঙ্গামাটি: দিনদিনই প্রযুক্তি নির্ভর হচ্ছে দেশ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাপড়-চোপড় কেনাকাটা থেকে শুরু করে প্রায় সবকিছুই কেনা যাচ্ছে এখন অনলাইনের মাধ্যমে। দেশের দূরদূরান্তের গ্রাহকদের কাছে পছন্দের পণ্য পৌঁছে দিতে গড়ে ওঠেছে রাজধানী কেন্দ্রিক বিভিন্ন অনলাইন শপিং প্রতিষ্ঠান। তবে অনেকেই অনলাইনে কেনাকাটা করে প্রতারণা শিকারও হয়েছেন। এবার রাঙ্গামাটিতে মোবাইল কিনে একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা মো. মোমিন। অনলাইনে নোকিয়া ব্র্যান্ডের মোবাইল কিনলেও তাকে পাঠানো হয়েছেন নিম্নমানের বাইটু ব্র্যান্ডের মোবাইল সেট।
‘বিডি ফ্যাশন’ নামের একটি অনলাইন শপিং পেজের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে।
প্রতারণা শিকার মোমিন বলেন, অনলাইনে বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ গ্রাহক পণ্য কিনে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আমি নিজে গত ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিডি ফ্যাশন’ নামে একটি পেজে নকিয়া ৫৩১০ মডেলের একটি ফোন অর্ডার দিই। বৃহস্পতিবার রাঙ্গামাটিতে কুরিয়ারে (এস পরিবহন) আসা ফোন সংগ্রহ করে ফোনের প্যাকেট খুলে দেখি তারা আমাকে ‘বাইটু’ নামের একটি ব্র্যান্ডের ফোন দিয়েছে। অথচ আমি নকিয়া ৫৩১০ মডেলের ফোনের জন্য ১ হাজার ৮শ টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়েছি।
মোমিন বলেন, ‘ফোনটি হাতে নিয়ে এমন অবস্থা দেখে পেজের এডমিনদের নাম্বারের ডায়াল করলে তাদের ফোন নাম্বার সব বন্ধ পাই। আমাকে যে ফোনটি তারা দিয়েছে তার বাজারমূল্য ৮শ’ টাকার বেশি নয়। আমি মনে করি, তারা আমার মত আরও অনেকের সঙ্গে এমন প্রতারণা করেছে।’
এস পরিবহন রাঙ্গামাটির শাখার ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘ইদানীং অনলাইনের মাধ্যমেও পণ্য কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেকেই অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহ করার ঘটনা প্রায়ই ঘটছে। আমি মনে করি, সবাইকে যাচাই-বাচাই করে ভালো মানের অনলাইন শপিং পেজ কিংবা প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করা উচিত। এতে করে প্রতারণার শিকার হতে হবে না কাউকে।’