Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ৪৯ শিক্ষার্থী


২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪১

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ‘ক’ ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৫৫ জন। ‘ক’ ইউনিটে মোট আসন সংখ্যা ১৭৯৫টি। সেই হিসেবে প্রতি আসনে লড়ছেন ৪৯ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা।

পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীসহ অন্যরা কার্জন হল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

ক ইউনিট ক ইউনিট ভর্তি পরীক্ষা টপ নিউজ ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর