Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে জেলা জজ আদালতের নাজির ও পেশকার সাময়িক বরখাস্ত


২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৪

নোয়াখালী: নোয়াখালীর জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন্নাহারকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে জেলা ও দায়রা জজ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত দেন আদালত।

দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, বিভাগীয় তদন্তের ভিত্তিতে নোয়াখালী জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের পেশকার নাজমুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, নোয়াখালী জেলা দুদক কর্মকর্তা সুবেল আহমেদ তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে, এ মামলায় জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার দেখায় দুদক। পরে আদালতে জামিন পায় তারা। শুনানি অব্যাহত রেখে আদালত তাদের নামে-বেনামে অর্জিত ৭ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন।

দুর্নীতির অভিযোগ নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর