Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫


২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। হোয়াইট হাউজের  কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কলাম্বিয়া হাইটস এর উত্তরপশ্চিমে এই বন্দুক হামলা হয়।

রয়টার্সের খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকাটি এখন ঝুঁকিমুক্ত আছে।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। স্থানীয়রা ঘরে অবস্থান করছেন। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার অনুসন্ধান শুরু করেছেন।

ওয়াশিংটন ডিসি বন্দুক হামলা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর