Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চলবে সপ্তাহব্যাপী আন্দোলন


২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৮

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ আন্দোলনে জড়ো হচ্ছেন। সিডনি, দিল্লি, মেলবোর্ন, লন্ডন, নিউ ইয়র্কসহ বড় বড় সব শহরে জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী আন্দোলন শুরু হয়ে শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

এ উপলক্ষে বিভিন্ন দেশের স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করেছে। ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সবাই আন্দোলনে সাড়া দিবে বলে আশা করছে আয়োজকরা। তবে যোগ দেওয়া আন্দোলনকর্মীদের বেশিরভাগই হবেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে (১৬) এই পরিবেশ আন্দোলনের অগ্রগণ্য হিসেবে ভাবা হচ্ছে। তিনিই প্রথম ক্লাস পালিয়ে সুইডিশ পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিবাদ করতে। পরবর্তীতে প্রতি শুক্রবার ক্লাস বয়কট করে জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করাটা আন্দোলনে পরিণত হয়। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে।

গ্রেটা থুনবার্গ বলেন, আমরা মনে করি বেশিরভাগ বড়রা এখনো বুঝতে পারে না জলবায়ু সংকট মোকাবিলা কেবলমাত্র আমাদের মতো তরুণদের পক্ষে সম্ভব নয়। এটা একটি নির্দিষ্ট কোনো প্রজন্মের কাজ নয়। এটা আমাদের পুরো মানবজাতির দায়িত্ব।

জলবায়ু পরিবর্তন টপ নিউজ সপ্তাহব্যাপী আন্দোলন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর