সদর দফতরে ফেসবুককর্মীর আত্মহত্যা
২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৯
ফেসবুকের একজন কর্মী তাদের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের সদর দফতরে আত্মহত্যা করেছেন। চার তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা ওই কর্মীর নাম এখনো প্রকাশ করেনি কর্তৃৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি নিউজ।
জানা গেছে, ফেসবুক সদর দফতরের একটি ভবনের চার তলা থেকে লাফিয়ে পড়েছিলেন ওই কর্মী। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একজন কর্মী মেনলো পার্কের সদর দফতরে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনার তদন্তে সব ধরনের সহায়তা করছে তারা।
ওই ব্যক্তির পরিবারের কাছ থেকে অনুমতি না পেলে তার সম্পর্কে কোনো তথ্য গণমাধ্যমকে দিতে পারবে না বলেও জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে।