Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশেমুপ্রবি উপাচার্যের পদত্যাগসহ ৪ দাবিতে চবিসাসের মানববন্ধন


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৫

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুপ্রবি) সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিকতার স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চবিসাসের সদস্যরা। এসময় চার দফা দাবিও তুলে ধরেন তারা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এই মানববন্ধন করা হয়। তাদের দাবিগুলো হলো- জিনিয়াকে হেনস্থায় জড়িত সকলের শাস্তি, শামস জেবিনের ওপর হামলায় জড়িতদের শাস্তি, ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত ও উপাচার্যের পদত্যাগ।

বিজ্ঞাপন

মানববন্ধনে চবিসাসের সদস্য মিনহাজুল ইসলাম তুহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতা করে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একইসঙ্গে সাংবাদিকতার মতো কঠিন পেশায় নিয়োজিত। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে দুর্নীতির সংবাদ প্রকাশের জন্য তথ্য চাওয়ায় তাকে বহিষ্কার করা হয়।’

মীর রাসেল বলেন, ‘উপাচার্যকে ধন্যবাদ জানানো উচিত তিনি জিনিয়াকে আজীবন বহিষ্কার করেননি। বিশ্ববিদ্যালয় খুলে জিনিয়াকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন!’

চবিসাসের সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অত্যন্ত হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেখানে প্রশাসন স্বৈরতান্ত্রিক আচরণ দিয়ে শিক্ষার্থীদের বহিষ্কার করেছে। সাংবাদিকদের আন্দোলনের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছে। এই অপশক্তি নিপাত না যাওয়া পর্যন্ত আন্দোলন চলছে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ মূলত বিচার বিশ্লেষণ, আলোচনা-সমালোচনা ইত্যাদি। এর দ্বারা সত্য উন্মোচিত হয়। সাংবাদিকরা যখন এগুলো নিয়ে আলোচনা করে, সত্য উন্মোচিত করে তখন কালো শক্তিরা বিচলিত হয়ে যায়। সাংবাদিকদের বিরুদ্ধ শক্তি মনে না করে তাদের সহায়ক শক্তি মনে করতে হবে।’

মানববন্ধনে সঞ্চালনা করেন চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ রাকীব, কার্যকরী সদস্য রায়হান উদ্দি, সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন, সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, স্টুডেন্ট এগেইন্সট ভায়োলেন্স এভরিহোয়্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সংগঠক মোহাম্মদ নকীব।

চবিসাস বশেমুপ্রবি সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর