চতুর্থবার সন্তানসম্ভবা কেট?
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৪
ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন চতুর্থবারের মতো সন্তানসম্ভবা হয়েছেন বলে খবর চাউর হচ্ছে ব্রিটিশ গণমাধ্যমে। ইতোমধ্যে প্রিন্স উইলিয়াম ও কেট দম্পতির ঘর আলোকিত করে রয়েছে তিন সন্তান শার্লট, লুইস ও জর্জ। রাজপরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও কেটেরে চলাফেরায় বেশ কিছু পরিবর্তনকে ইঙ্গিত করা হচ্ছে।
প্রথমত কেটের মনমরা চলাফেরা। কেটকে প্রাণবন্ত মেয়ে হিসেবেই চিনে তার ভক্তকুল। তবে ইদানীং সময় কেটকে দেখা যাচ্ছে গম্ভীরতায় ডুবে থাকতে।
বড় আঁটসাঁট শিডিউল বজায় রাখছেন কেট। আবার অনেক প্রোগ্রামেও কেটের দেখা মিলছে। হঠাৎ এমন পরিবর্তনে অনেকের সন্দেহ কেট মিডলটন সন্তাসম্ভবা হয়েছেন।
শারীরিক ভাষা কেটকে নিয়ে বেড়ে চলা গুঞ্জনের অন্যতম কারণ। অনেক বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা প্রমাণাদি দিচ্ছেন। প্রায়ই কেট তার পেটে হাত রাখছেন। মাতৃত্বের যেটি লক্ষণ বলে ধারণা তাদের।
এছাড়া, অতীতের বিভিন্ন হিসেবে নিকেশ আলোচনায় নিয়ে অনেকে বাজিকর ধারণা করছেন, ২০২০ সালেই কেট তার চতুর্থ সন্তানের জন্ম দিবেন।