Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে বৈঠক, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি জাবি ভিসি


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৭

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ছাত্রলীগকে চাঁদা দেওয়া প্রসঙ্গ নিয়ে বিতর্কের জের ধরে এই উপাচার্যের পদত্যাগের দাবি উঠেছে।

তবে ঠিক কোন বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎ তা সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করা হয়নি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে অধ্যাপক ফারজানা সচিবালয়ে মন্ত্রীর দফতরে পৌঁছান। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কোনও কথা বলেননি। তবে জানিয়েছেন, আগে থেকে শিডিউল ছিলো বলেই সাক্ষাতে এসেছেন।

সচিবালয় থেকে সারাবাংলার স্পেশাল করেসপন্ডেন্ট ঝর্ণা রায় জানাচ্ছেন, অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে আরও চার/পাঁচ জন মন্ত্রীর দফতরে গেছেন। সেখানে তাদের প্রায় ৩০ মিনিট বৈঠক হয়।

বেলা ৩টা ১০ এর দিকে তিনি মন্ত্রীর দফতর থেকে বের হন। এসময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেও কোনও কথা না বলেই বেরিয়ে যান অধ্যাপক ফারজানা ইসলাম।

সারাবাংলা/জেআর/এমএম

চাঁদাবাজি ছাত্রলীগ জাবি ভিসি টপ নিউজ ফারজানা ইসলাম