আফগানিস্তানের হাসপাতালে তালেবানের হামলায় ১০ জনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৬
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে বিস্ফোরক বোঝাই ট্রাক হামলায় মারা গেছেন অন্তত ১০ জন। এছাড়া আহত হয়েছেন ডাক্তার-রোগীসহ অনেকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তালেবান হামলায় হাসপাতালটি প্রায় ধ্বংস হয়ে গেছে।
এর আগে তালেবান জানিয়েছিল, তারা গোয়েন্দা দফতর ও হাসপাতাল হামলার লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের পর হতে তালেবান একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার প্রেসিডেন্ট আশরাফ গানির রাজনৈতিক সমাবেশে হামলা চালিয়ে হত্যা করা হয় অন্তত ২৬ জনকে। তালেবান সে হামলার দয়িত্বও স্বীকার করেছে।
এদিকে তালেবানের এক মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য শান্তি আলোচনার দরজা খোলা রয়েছে।