Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গাসহ তিনজনের মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫০

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ ও আট রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালুখালী ১৭ নং ক্যাম্পের বাসিন্দা ফজল আহমদের ছেলে মোহাম্মদ জামিল (২০), একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ (২১) ও বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর নতুন পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

পুলিশের দাবি, এরা তিনজনই চিহ্ণিত সন্ত্রাসী।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহতদের তিনজনের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ ছিল। গতরাতে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহারছড়ার ঢালা নামক এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে এই তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

টপ নিউজ টেকনাফে বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধ রোহিঙ্গার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর