Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় পুলিশের কাছ থেকে পালিয়ে এসে চট্টগ্রামে গ্রেফতার


১৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৮

চট্টগ্রাম ব্যুরো : ছয় মাস আগে পাবনায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে চট্টগ্রামে এসে ছিনতাইয়ে জড়িয়ে পড়া এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে পাবনার ঈশ্বরদী থানায় ১৪টি মামলা আছে বলে জানিয়েছে ডিবি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মুহাম্মদ রুহুল আমীন।

বিজ্ঞাপন

গ্রেফতার মো.পারভেজ (৩৩) পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতেহ মোহাম্মদপুর বিহারী কলোনির মৃত মুক্তার হোসেনের ছেলে।

ডিবি পরিদর্শক রুহুল আমীন সারাবাংলাকে জানান, গত ১৩ মার্চ রাতে মাদকসহ পারভেজকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ। কিন্তু ওই রাতেই পুলিশ হেফাজতে কৌশলে পালিয়ে যায় পারভেজ। পরে চট্টগ্রাম নগরীর ঝাউতলা বিহারী কলোনিতে এসে আত্মগোপন করে থাকে।

‘চট্টগ্রামে আসার কিছুদিন পরেই পারভেজ আবারও অপরাধে জড়িয়ে পড়ে। অস্ত্রের ভয় দেখিয়ে রিকশা এবং অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে টাকাপয়সা-মোবাইল, মালামাল ছিনিয়ে নিতে শুরু করে। কয়েকটি অভিযোগ পাবার পর আমরা বিহারী কলোনির পারভেজের বিষয়ে অনুসন্ধান শুরু করি এবং একপর্যায়ে গ্রেফতার করতে সক্ষম হই।’

পারভেজের হেফাজত থেকে ১টি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমীন।

সারাবাংলা/আরডি/টিএস

গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম ফতেহ মোহাম্মদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর