Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ং মেনসের পর ওয়ান্ডারার্স ক্লাবেও র‌্যাবের হানা


১৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৬

ঢাকা: মতিঝিলের ফকিরাপুলের ইয়ং মেনস ক্লাবে অভিযান চালানোর পর পাশের ওয়ান্ডারার্স ক্লাবেও হানা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ক্যাসিনোটি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাই গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওয়ান্ডারার্স ক্লাবে অভিযানে যান র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব জানিয়েছে, এই ক্যাসিনোটির মালিক দু’জন। তাদের মধ্যে মোল্লা মো. আবু কাওছার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি। আরেকজন আলহাজ মমিনুল হক সাঈদ, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

আরও পড়ুন- খালেদের ক্যাসিনো থেকে আটক ১৪২, জব্দ ২৪ লাখ টাকা

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানে ক্যাসিনো পরিচালনার সঙ্গে যুক্ত কাউকে আমরা আটক করতে পারিনি। তবে ক্যাসিনোর তিনটি জুয়ার টেবিল থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও সিগারেটসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে। একইসঙ্গে জুয়ার টেবিল থেকে ১০ লাখ ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে। ২০ হাজার ৫০০ টাকার জাল নোটও পাওয়া গেছে এই ক্যাসিনোতে। কাউকে আটক করা যায়নি বলে নিয়মিত মাদক আইনে মামলা হবে বলে জানান তিনি।

ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান সম্পর্কে জানতে চাইলে সারওয়ার আলম বলেন, অনেকেই জানতে চেয়েছেন, আজকেই কেন আমরা অভিযানে নেমেছি। খালেদ মাহমুদ ভূঁইয়ার ক্যাসিনোতেও আজকেই অভিযান চালানো হয়েছে। আমরা আসলে অনেক আগে থেকেই অবৈধ ক্যাসিনো নিয়ে অভিযোগ পেয়েছি। তবে আমরা গোয়েন্দা তথ্যের জন্য অপেক্ষা করছিলাম। তথ্য পেয়ে কাজ শুরু করেছি। আমাদের লজিস্টিক কিছু সীমাবদ্ধতা ছিল। সেগুলো কাটিয়ে উঠে আজ অভিযান শুরু হয়েছে। আজ রাতভর আরও কিছু ক্যাসিনোতে অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

এর আগে, ওয়ান্ডারার্স ক্লাবের পাশেই ইয়ং মেনস ক্লাবে বিকেলে অভিযান শুরু করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার ওই ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করা হয়। এছাড়া প্রায় ২৫ লাখ টাকা এবং বিপুল পরিমাণ মদসহ নেশাজাতীয় দ্রব্য জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

ওয়ান্ডারার্স ক্লাব ক্যাসিনো টপ নিউজ র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর