Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিফাত হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে পরোয়ানা


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৩

বরগুনা: বরগুনায় রিফাত হত্যা মামলার পলাতক নয়জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই আদেশ দেন। এদিন আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। সেই সঙ্গে আগামী ৩ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ঠিক করে দেন।

গত ১ সেপ্টেম্বর মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে মিন্নিকে সাত নম্বর আসামি করা হয়। মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু জানিয়েছেন, গভীর তদন্ত শেষে দণ্ডবিধির ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় বরগুনা সদর থানা পুলিশ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ২৮০(১) আদালতে জমা দিয়েছে। বয়সের ভিত্তিতে দু’টি আলাদা অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এর আগে:
রিফাত হত্যা: মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রিফাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর