জাতিসংঘে গুরুত্বপূর্ণ ১০ বৈঠক করবেন প্রধানমন্ত্রী
১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৫
ঢাকা: এবার জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকসহ বেশ কয়েকটি পর্যায়ের সভায় অংশ নেবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর তারিখে ইউনিভার্সাল হেলথ কাভারেজ শীর্ষক দিনব্যাপী উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এ সভার মূল লক্ষ্য হলো— সকলের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে একটি সর্বসম্মত ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ। এ সভায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে একটি সর্বসম্মত ঘোষণাপত্র গ্রহণ করা হবে। এ সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে গত কয়েকবছরে আমাদের অসাধারণ সাফল্যের বিষয়টি তুলে ধরতে পারেন। এছাড়া এ সভার অংশ হিসেবে একটি প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী এবং স্পেনের প্রধানমন্ত্রী কো-চেয়ার হিসেবে অংশ নেবেন।’
‘জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নেবেন। ছয়টি মূল বিষয়কে কেন্দ্র করে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। এখানে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে মিলিতভাবে জলবায়ু বিষয়টির নেতৃত্ব দেবে।’
‘বৈশ্বিক টিকা (জিএভিআই) সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনেশন হিরো সম্মাননা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।’
‘আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন এর আয়োজনে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন।’
‘প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং ওআইসির আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। এই সাইড ইভেন্টে রোহিঙ্গাদের অতি দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম বিশ্বের সহযোগিতা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হবে।’
‘আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লিডারশিপ মেটার্স রেলিভেন্স অব মহাত্মা গান্ধী ইন দা কনটেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। এ সভায় মহাত্মা গান্ধীর আদর্শের আলোকে সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।’
‘২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নেবেন। এ সভায় প্রধানমন্ত্রী এসডিজি বাস্তবায়নে এর লক্ষ্যসমূহ জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরবেন এবং এসডিজি এর লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অগ্রগতি বর্ণনা করবেন।’
‘আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইউনিসেফ আয়োজিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। মূলত মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’
আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের আয়োজনে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণে এ সভায় কমিউনিটি ক্লিনিক খাতে বাংলাদেশের অনুকরণীয় সাফল্য এবং প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ করে মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ে বাংলাদেশের উদ্যোগসমূহ তুলে ধরা হবে।
‘আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন অগ্রযাত্রা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রযাত্রা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যুগান্তকারী সাফল্য ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকার বিষয়সমূহে আলোকপাত করবেন। পাশাপাশি তার বক্তব্যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ব্লু ইকোনমি বিষয়ে কর্মপরিকল্পনার মত বিষয়সমূহ উঠে আসবে। এছাড়া, রোহিঙ্গা সমস্যা সমাধানে এবারও তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করতে পারেন। এছাড়াও, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে গঠিত ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের পক্ষ হতে ১ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানের ঘোষণা দেবেন।’
পররাষ্ট্র মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থানকালে দুটি সংস্থার আমন্ত্রণে তাদের সদস্যগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন। আগামী ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য থিংক ট্যাংক কাউন্সিল ফর ফরেন রিলেশনস (সিএফআর) এর আমন্ত্রণে সংস্থাটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ সংগঠন ইউএস চেম্বার অব কমার্স এর আয়োজনে প্রতিবছরের ন্যায় একটি গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে দুইদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এ সকল সভার পাশাপাশি প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘ মহাসচিব কর্তৃক সকল দেশের সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের জন্য আয়োজিত মধ্যহ্নভোজ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় অংশ নেবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গ্লোবাল হোপ কোয়ালিশনের সভাপতি, আইসিসি এর চীফ প্রসিকিউটর, এক্সন মবিল এর প্রধান নির্বাহী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সারাবাংলা/জেআইএল/একে