Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইইউ’র ৬৫ ছাত্রকে বারের পরীক্ষায় বসার সুযোগ দিতে নির্দেশ


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৮

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিষয়ে পাস করা ৬৫ পরীক্ষার্থীদের আইনজীবী হিসেবে নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এই পরীক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ কেন দেওয়া হয়নি তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বার কাউন্সিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে একটি সিমেস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না। কিন্তু ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে ৬৫ জন পরীক্ষার্থী আবেদন করেন।

এবার বারের পরীক্ষা নিবন্ধনের সুযোগ না পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থী হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন শাহ মঞ্জুরুল হক ও এ এম আমিন উদ্দিন। তাদের সহযোগিতা করেন সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

সৈয়দা নাসরিন বলেন, বার কাউন্সিলের পরীক্ষার জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ২০১৪-১৫ ব্যাচের ৬৫ শিক্ষার্থীর তালিকা দেয়। ৫০ জনের বেশি হওয়ায় বার কাউন্সিল ওই তালিকা ফেরত দেয়। বারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা রিট করেন।

আদালতের রায় এসেছে ২০১৭ সালে। আর বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি নিয়েছে ২০১৪ সালে। তাহলে এসব শিক্ষার্থীরা কেন বারের পরীক্ষা অংশ নিতে পারবে না। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে আদেশ দিয়েছেন এবং রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে— সৈয়দা নাসরিন।

বিজ্ঞাপন

টপ নিউজ বার কাউন্সিল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর