Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাওয়াতি বৈঠক থেকে আট জঙ্গি সদস্য আটক


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৩

মেহেরপুর: মেহেরপুরের সদর উপজেলা থেকে আল্লাহর দল নামে একটি জঙ্গি সংগঠনের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতার দেখানো হয়।

এর আগে গতকাল (মঙ্গলবার) উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— রঘুনাথপুরের শহিদুজ্জামান (২৮), রাহাবুল ইসলাম (২৮), সুমন ইসলাম (২৫), জিহাদ আলী (৩২), মৌসুমী খাতুন (৩২), বন্যা খাতুন (৩২), আঞ্জিরা খাতুন (৩৬) ও বারাদী গ্রামের শহিদুল ইসলাম (৩৫)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, আঞ্জিরা খাতুনের বাড়িতে দাওয়াতি বৈঠকের ব্যবস্থা করা হয়েছি। সেখান থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সবাই জানিয়েছে, জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য তারা।

আল্লাহর দল জঙ্গি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর