Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর কোরিয়ার দুটি জাহাজ আটক করেছে রাশিয়া


১৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৩

রাশিয়ার কোস্ট গার্ড উত্তর কোরিয়ার দুটি জাহাজ আটক করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাপান সাগরের রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে নৌকা দুটি আটক করা হয় বলে জানিয়েছে মস্কো। খবর রয়টার্স।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এএসবি) জানায়, উত্তর কোরিয়ার জাহাজ দুটির মধ্যে একটি থেকে রাশিয়ার টহলরত সেনাদের ওপর হামলা চালানো হয়। এতে রাশিয়ার তিন জন সেনা আহত হয়।

এরপর জাহাজ দুটি আটক করেছে রাশিয়া। দুটি জাহাজে অন্তত ৮০ জন লোক রয়েছেন।

রাশিয়ার সরকার পরিচালিত বার্তা সংস্থা আরআইএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার উত্তর কোরিয়ার দূতাবাসের প্রধানকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হবে এবং এ বিষয়ে কথা বলবে।

উত্তর কোরিয়া রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর