Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে কোটি টাকার সোনা আটক


১৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের সোনার বার ও অলংকার আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট।

মঙ্গলবার (১৭  সেপ্টেম্বর) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাজ্জাদ হোসেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুপুরে কলকাতা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মমতাজ বেগম ও আয়েশা বেগমকে চ্যালেঞ্জ করে টিম। এরপর কাস্টম হলে নিয়ে তাদের তল্লাশি করে ৯৬৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।

এদিকে, অন্যান্য কয়েকটি ফ্লাইটের পাঁচ যাত্রীকে তল্লাশি করে আটটি সোনার বার (৮৩৪ গ্রাম), দুইটি সোনার চুড়ি (২৩৪ গ্রাম), একটি সোনার চেইন (১০০) গ্রাম) আটক করা হয়েছে।

সাজ্জাদ হোসেন বলেন, সবমিলিয়ে আজ (মঙ্গলবার) ২ কেজি ১৩৬ গ্রাম সোনার বার ও অলংকার আটক করা হয়েছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি  ৬ লাখ টাকা। আটক সোনার বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কাস্টম হাউজ কোটি টাকার সোনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনা আটক সোনার অলংকার সোনার বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর