Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগলের পিক্সেল ৪ আসছে ১৫ অক্টোবর


১৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৪

ছবি: পিক্সেল ৩ ও পিক্সেল ৩এক্সএল

প্রযুক্তিপ্রমীদের জন্য আসছে একের পর এক সুখবর। এ মাসেই অ্যাপলের একগুচ্ছ নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে আইফোন ১১ ও আইফোন ১১ প্রো। আর এবার বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের পণ্য পিক্সেল-৪ সিরিজের স্মার্টফোন।

১৫ অক্টোবর নিউইয়র্কে ‘মেড বাই গুগল’ ইভেন্টে পিক্সেল-৪ ও পিক্সেল-৪এক্সএল স্মার্টফোন উন্মোচন করবে গুগল।  এর আগে গত জুলাইয়ে পিক্সেল ৪ সিরিজের স্মার্টফোনের টিজার প্রকাশ করে গুগল। ‘মেড বাই গুগল’ ইভেন্টে প্রতিষ্ঠানটি তাদের নিজেদের নতুন পণ্য উন্মোচন করে থাকে।

বিজ্ঞাপন

গত বছরের ইভেন্টে গুগল পিক্সেল-৩, পিক্সেল ৩-এক্সএল প্রদর্শন করে। এবার পিক্সেল-৪ এর বিভিন্ন তথ্য অবশ্য আগেই ফাঁস হয়েছে বলে দাবি করেছে ডি স্টোর মোবাইল। শনিবার প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানায়, ডি স্টোর মোবাইল দাবি করেছে তারা এক গোপন সূত্র থেকে পিক্সেল-৪ এর ২১টি ছবি পেয়েছে। ফাঁস হওয়া তথ্য বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।

গুগল পিক্সেল ডি স্টোর মোবাইল পিক্সেল স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর