পদ্মাসেতু উদ্বোধনের দিনই ট্রেন চলবে: রেলমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৬
ঢাকা: পদ্মাসেতু উদ্বোধনের দিনই সেতুর ওপর দিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রেলভবন মিলনায়তনে রেলপথমন্ত্রীর ভারত ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, ‘পদ্মাব্রিজ রেললিংক প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে। দুই ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার ও দ্বিতীয় ধাপে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মিত হবে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত প্রকল্পের কাজে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। পদ্মা সেতুর অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত ৭৩ শতাংশ। স্বপ্নের এ সেতু উদ্বোধনের দিনেই এর ওপর দিয়ে ট্রেন চলাচল করবে।‘
তিনি আরও বলেন, ‘রেলকে আধুনিক ও যুগোপযোগী করতে আমরা কাজ করে যাচ্ছি। চীনের সহযোগিতায় ও ভারতের অর্থায়নে আমাদের অনেক প্রকল্প চালু আছে। আমরা ট্রেনকে ১৬ কোটি মানুষের চাহিদার শীর্ষে আনতে চাই। ’
রেলপথমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে চলাচলরত ২৬৩ ট্রেনের মধ্যে ৬৮ শতাংশের মেয়াদ আছে। আমরা ভারতের আধুনিক ট্রেন ও তাদের ট্রেনে আধুনিকতার চিত্র সরেজমিনে দেখে এসেছি। আমরা ভারতের কাছে কিছু ইঞ্জিন কেনার প্রস্তাব দিলে তারা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ২০টি ইঞ্জিন উপহার দিতে রাজি হয়েছে। তবে সেগুলো তিন বছর পর ফেরত দেব আমরা। এছাড়া আমরা চীনের দ্রুতগতির ট্রেন দেখেছি। আমাদের দেশে সেগুলো নিয়ে স্ট্যাডি চলবে। বন্ধু রাষ্ট্র দুটির অভিজ্ঞতাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটা নিয়ে কাজ করা হবে।’
ট্রেনের ছাদে ওঠা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ট্রেনের ছাদে ভ্রমণের বিষয়ে অভিযান চলমান রয়েছে। কোনো অবস্থাতে আমরা কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেব না। ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাত্রী ওঠার ফলে ঈদের সময় টেনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারে না। ফলে শিডিউল বিপর্যয় ঘটে। এছাড়া রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানও চলমান রয়েছে। পর্যায়ক্রমে রেলের বেদখল জমিও উদ্ধার করা হবে।’
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।