নেত্রী চাইলে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করব: কাদের
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৩
ঢাকা: দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পছন্দেই পদ বণ্টন হয়। তিনি যাকে যে পদে মনোনয়ন দেবেন সব কাউন্সিলর তাকে মেনে নেবেন, এবারো তাই হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, গুরুত্বপূর্ণ পদগুলো দলের প্রধানের মাইন্ড সেটের ওপরে সবাই ছেড়ে দেয়। তার নির্দেশনায় দল চলবে। প্রার্থী হওয়ার অধিকার সবার আছে, তবে নেত্রীর ইচ্ছার বাইরে কিছু হয় না। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সবারই এমন পদ কাঙ্ক্ষিত। তিনি আস্থা রেখে দলের সাধারণ সম্পাদকের যে দায়িত্ব দিয়েছেন, তা পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ এ পদের ইচ্ছা সবার থাকে। এটা বিরাট সম্মানের বিষয়।
দ্বিতীয়বারের মতো আবার দায়িত্ব পেতে যাচ্ছেন কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তা নির্ভর করছে নেত্রীর ওপরে। তিনি চাইলে আরেকবার দায়িত্ব পালন করব। তিনি যদি থাকতে বলেন থাকব, না বললে থাকব না। যদি নতুন মুখ নিয়ে আসে তাহলে স্বাগত জানাবো।