Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া চেয়েছিলেন শিশুরা পাখির মতো উড়বে: ফখরুল


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৭

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন শিশুরা পাখির মতো ডানা মেলে উড়বে। তারা সুশিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন গড়ার মাধ্যমে বিশ্বকে দেবে নতুন এক বাংলাদেশ। কিন্তু আজ দেশের শিশুরা অধিকারবঞ্চিত, অমানসিক নির্যাতনের শিকার হয়ে কুশিক্ষা ও অপসংস্কৃতির রোষানলে আবদ্ধ। প্রতিনিয়ত শিশুর ওপর চলছে পৈশাচিক নির্যাতন। যা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিরাট অন্তরায়।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে জিয়া শিশু একাডেমি আয়োজিত ১১তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোন সমাজ আমরা নির্মাণ করছি? যে সমাজে আমরা ফুলের মত শিশুগুলোকে ভালোবাসতে পারছি না। তাদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে দিতে পারছি না। চতুর্দিকে এক অনিশ্চয়তা, অস্থিতিশীলতা এবং ভয়-শঙ্কা কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমি যুবক ছিলাম। আজকে আমি প্রায় বৃদ্ধ। ৪৮ বছর হয়েছে আমাদের স্বাধীনতার। এই বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখিনি। বাংলাদেশের এই চিত্র আমরা এটা আশা করিনি। আমরা যুদ্ধ করেছিলাম সত্যিকার অর্থে- একটি ফুলকে বাঁচাব বলে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই গানটিকে প্রেরণা হিসেবে সামনে রেখে ফুল ফোঁটাটে চেয়েছিলাম আমরা। আমরা এমন একটি বাসযোগ্য ভূমি তৈরি করতে চেয়েছিলাম যেখানে সবাই সুখে, শান্তিতে ও আনন্দে বাস করতে পারব। কিন্তু আমাদের সেই স্বপ্ন সফল হয়নি। যদিও আমাদের অনেক রাস্তাঘাট ও অট্টালিকা তৈরি হয়েছে, জীবনযাত্রার মান বদলে গেছে। তারপরও আমরা নিরাপদ বাসভূমি দেখতে পাইনি। এর চেয়ে বড় লজ্জা আর কিছুই হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আজকে শিশুরা পর্যন্ত ঘৃণা ও সন্ত্রাসের বাইরে থাকতে পারছে না। আমাদের শিশুরা অহরহ নির্যাতনের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। একটা ফুলের মতো নিষ্পাপ শিশুকে নির্যাতন ও হত্যা করা যায়?’

‘আমরা কাজ করি ওই সময়টা ফিরিয়ে আনার জন্য। কাজ করি আমাদের শিশুদের জন্য- যাতে একটি শান্তির পৃথিবী তৈরি করতে পারি। হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে যেন ভালোবাসার পৃথিবী তৈরি করতে পারি’— বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবির।

জিয়া শিশু একাডেমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর