রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩১
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের কাছে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক (৪৫) নামে ইন্দোনেশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তৌফিকের সহকর্মী টেকনিশিয়ান মো. হানিফ জানান, দীর্ঘদিন ধরে নিউ রমনা সাব-স্টেশন নামে একটি বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন তারা। তৌফিক ছিল সেখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সকালে কেন্দ্রের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকেন বলে জানান ওই সহকর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।