শিক্ষকের বাসা থেকে ‘হারিয়ে যাওয়া’ নবজাতক মিলল রাস্তায়
১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সার্কিট হাউজের সামনে সড়কে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নবজাতকের বাবা একজন স্কুল শিক্ষক। ওই শিক্ষকের বাসা থেকেই শিশুটি হারিয়ে গিয়েছিল। নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসা থেকে ওই শিশুটিকে সার্কিট হাউজের সামনে এনে কে বা কারা ফেলেছে, সেটি তদন্ত করা হচ্ছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে একজন পুলিশ সদস্য দেখতে পান বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘সিএমপির এসএএফ শাখার একজন সদস্য পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান। তিনি থানাকে অবহিত করলে আমাদের টিম ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটি এখন সুস্থ আছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘পুলিশের নায়েক দেবরঞ্জন চাকমা এবং কোতোয়ালী থানা পুলিশের টিম শিশুটিতে হাসপাতালে নিয়ে আসেন। তাকে ৮ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সারাবাংলাকে জানান, কন্যাশিশুটির বয়স ৪০ দিন। তার বাবা মানিক চক্রবর্ত্তী চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) শিক্ষক, মা গৃহিণী।
‘দুপুর সাড়ে ১২টার দিকে মানিক চক্রবর্ত্তী থানায় ফোন করে জানান, বাসা থেকে তার বাচ্চা হারিয়ে গেছে। ওনার বক্তব্য অনুযায়ী- সকালে তিনি স্কুলে যান। দুপুর সোয়া ১২টার দিকে উনার স্ত্রী শিশুটিকে বাসায় রেখে নিচে ওষুধ কিনতে যান। বাসায় আর কেউ ছিল না। ফিরে দেখেন, বাসায় বাচ্চা নেই। পরে আমরা খবর পাই সার্কিট হাউজের সামনে একটি বাচ্চা পাওয়া গেছে। এরপর মানিক চক্রবর্ত্তী ও উনার স্ত্রীকে নিয়ে আমরা হাসপাতালে যাই। সেখানে উনারা সন্তানকে শনাক্ত করেন’, বলেন ওসি।
ওসি নেজাম সারাবাংলাকে বলেন, ‘বাসা থেকে শিশুটির মিসিং হওয়ার ঘটনা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। কেউ চুরি করেছে কি না, বাসা তালাবদ্ধ করে শিশুটির মা নিচে গিয়েছিলেন কিনা- এসব বিষয় তদন্ত করে দেখতে হবে। মেহেদীবাগ থেকে সার্কিট হাউজের সামনে শিশুটিকে কে বা কারা নিয়ে এলো, সেটাও তদন্ত করে বলতে হবে।’