Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় মাসেই ই-নামজারির আবেদন ১০ লাখ, নিষ্পত্তি সাড়ে ৬ লাখ


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৩

ঢাকা: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি সংক্রান্ত কাজে জনগণের হয়রানি কমাতে গত ১ জুলাই ই-মিউটেশন বা ই-নামজারি চালু করেছে সরকার। এতে ঘরে বসেই জমির নামজারির আবেদন করতে পারছে জনগণ। এরই মধ্যে ৯ লাখ ৯৫ হাজার ৮১৫টি নামজারির আবেদন অনলাইনে দাখিল হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৫৫ হাজার ২২০টি আবেদন অনলাইনেই নিষ্পত্তি হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভূমিমন্ত্রী।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান, সরকারের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি সংক্রান্ত কাজে হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইলেজশন করার কার্যক্রম চালু করেছে সরকার। সেবাটি চালুর পর দেশের ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং ৩ হাজার ৬১৭টি ইউনিয়ন থেকে জনগণকে ই-নামজারির সেবা দেওয়া হচ্ছে। আর এই পদ্ধতি চালুর পর দেশের ভূমি অফিসগুলোতে সেবাপ্রার্থীদের যাতায়াত ১৭ শতাংশ কমেছে। এছাড়া সময় অপচয় কমেছে ৭ শতাংশ।

সাইফুজ্জামান চৌধুরী আরও জানান, গত ১৮ এপ্রিল থেকে ১২ জুন পর্যন্ত ১৫৫টি উপজেলার ই-নামজারির সেবা নিয়ে গবেষণা করে ভূমি মন্ত্রণালয়। এতে দেখা গেছে, এই ডিজিটাল ব্যবস্থাপনার কারণে ২৮ দিনের মধ্যে নামজারির সেবা দেওয়া যাচ্ছে। আগে এর জন্য সময় সীমা ছিল ৪৫ দিন।

ভূমিমন্ত্রী জানান, প্রান্তিক অঞ্চলে অনেক সময় সেবা গ্রহীতারা ভূমি অফিসে গিয়ে সেবা নিয়ে থাকেন। ডিজিটাল সুবিধা বাড়লে সেবা দেওয়ায় সময় ও হয়রানি দুটোই কমবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সনাতন পদ্ধতিতে প্রতি বছর ৪২ লাখ ভূমি নিবন্ধন হয়। এছাড়া উত্তরাধিকারমূলে আরও ২০-২৫ লাখ নামজারির ক্ষেত্র সৃষ্টি হয়। কিন্তু মালিকানা হালনাগাদ হয় ৩০-৩৫ লাখ। প্রায় ৩০ লাখ ভূমির নামজারি/রেকর্ড হালনাগাদের বাইরে থেকে যায়।

১০ লাখ অনলাইন আবেদন ই-নামজারি ভূমি মন্ত্রণালয় সাইফুজ্জামান চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর