Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যায্য অধিকার আদায়ে জাপা শ্রমিকদের পাশে থাকবে: জি এম কাদের


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩০

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ন্যায্য অধিকার আদায়ে জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের পাশে থাকবে। অধিকার ও দাবি আদায়ে সংগঠনের শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় শ্রমিক পার্টির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলকে আরও শক্তিশালী করুন। জাতীয় পার্টিই বাংলাদেশে একমাত্র শ্রমিকবান্ধব রাজনৈতিক শক্তি।’

শ্রমিক পার্টির সভাপতি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপনের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান ও সংগঠনের সহ-সভাপতি ফজলে এলাহী সোহাগ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, মঞ্জুরুল হক, এম এ রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, ফজলুল হক, কেন্দ্রীয় নেতা ফারুক শেঠ, জিয়াউর রহমান বিপুল, জহিরুল ইসলাম মিন্টুসহ অন্যরা।

জাতীয় পার্টি জি এম কাদের শ্রমিক পার্টি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর