ড. কালাম স্মৃতি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৫
ঢাকা: ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯ পদকের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করা হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং সূত্র সারাবাংলাকে এই তথ্য জানিয়েছে। আগামীকাল ঢাকায় প্রধানমন্ত্রীর হাতে পদকটি তুলে দেওয়া হবে।
ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনীত করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা