Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় কিশোরগঞ্জে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৪

কিশোরগঞ্জ: জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার অপরাধে কিশোরগঞ্জে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। এতে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আলমগীর, গিয়াস উদ্দিন, রহমত আলী, লোকমান, মানিক, নয়ন, সুরুজ, মিজান, বাদল ও মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন জীবন কুমার রায়, আসামিপক্ষে ছিলেন অশোক সরকার।

মামলার নথি থেকে জানা যায়, করিমগঞ্জ থানার পালইকান্দা গ্রামের আব্দুস শহীদের ছেলে মানিকের (৩২) সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০১১ সালের ৬ আগস্ট কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মানিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জমি নিয়ে বিরোধ টপ নিউজ যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর