Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সুশাসন দেওয়ার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫১

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভার শুরুতেই পুঁজিবাজারে সুশাসন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি আজ সবাইকে আশ্বস্ত করব, আমরা পুঁজিবাজারে সুশাসন দেবো, গভর্ন্যান্সে ভালো করবো। পুঁজিবাজারে যেসব ত্রুটি-বিচ্চুতি আছে, সেগুলো আমরা দেখব। এভাবে পুঁজিবাজারকে আমাদের অর্থনৈতিক এলাকায় শক্তিশালীভাবে রূপান্তরিত করা হবে।’

বিজ্ঞাপন

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। অর্থনীতির গতিবেগের সঙ্গে পুঁজিবাজারের গতিবেগ নির্ভর করে। দেশের সামষ্টিক অর্থনীতি কতটা বাড়লো, কতটা কমলো সবকিছুই নির্দেশ করে পুঁজিবাজার। দেশে অর্থনীতিতে গতি আসে পুঁজিবাজারের মাধ্যমে।

আজকের সভায় আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। এখানে আলোচনা করার জন্য আমরা পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছি। আজ যেসব পরামর্শ উঠে আসবে সেগুলো থেকে আমরা কার্যকর ব্যবস্থা নেব। পরবর্তীতে আমরা আরেকটি সভা করব, সেখানে অগ্রগতি নিয়ে আলোচনা করব— বলেন অর্থমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর ইসলাম পাটোয়ারী, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীন চৌধুরীসহ অনেকে।

বিজ্ঞাপন

টপ নিউজ পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর