Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে পাকিস্তানের তৎপরতা


১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ এ বিষয়ে জোর তৎপরতা চালালেও ঢাকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি বলে একাধিক কূটনৈতিক সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে।

ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আসন্ন জাতিসংঘ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে কোনো সাড়া পায়নি ইসলামাবাদ।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, পাকিস্তানের কারণে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তান ইচ্ছা করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে সম্পর্কের অবনতি করেছে। ইসলামাবাদ ঢাকার বিরুদ্ধে একের পর এক শিষ্টাচারবহির্ভূত ঘটনা ঘটাচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য সহজ হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, এসব বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে হয়। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে গত ২০১৩ সালে পাকিস্তান নাক গলালে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে উভয় পক্ষই একাধিকবার দুই দেশের কূটনীতিকদের ফিরিয়ে নিতে বাধ্য করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়। যে কারণে ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে গত ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। পাশাপাশি লিখিত একটি প্রতিবাদপত্রও দেয়া হলেও ইসলামাবাদ ঢাকাকে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি।

বিজ্ঞাপন

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের নিয়োগ দেওয়া নতুন হাইকমিশনার ঢাকায় বসে সরকার এবং মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার এগ্রিমোর (নতুন হাইকমিশনারকে গ্রহণ বিষয়ে সম্মতি) বিষয়ে কিছুই জানান হয়নি।

ঢাকা ইসলামাবাদ সম্পর্ক গত কয়েক বছর ধরে যখন এমন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাবেন কি না, তা সময়ই বলে দেবে।

ইমরান খান ঢাকা-ইসলামাবাদ পাকিস্তান পাকিস্তানের তৎপরতা বাংলাদেশ-পাকিস্তান শেখ হাসিনার সাক্ষাৎ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর