১০ ডিসেম্বর মধ্যে আ.লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের নির্দেশ
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩০
ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের মেয়াদোত্তীর্ণ শাখা কমিটি পুনর্গঠনের জন্য আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) দলের সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে পাঠানো এক পত্রে এই সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।
দেশের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ইস্যু করা এই নির্দেশনায় বলা হয়, ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই জাতীয় কাউন্সিল অধিবেশনের আগেই সংগঠনের যেসব শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব শাখায় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সভায়।